অরিত্র প্রকাশনীর বই প্রকাশ অনুষ্ঠান
শিয়ালদা কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়ে গেলো অরিত্র প্রকাশনী ও কবিতা কুটির সাহিত্য পত্রিকার বই প্রকাশ ও কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে কলকাতা, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, জলপাইগুড়ি, কোচবিহার, পুরুলিয়া থেকে কবি সাহিত্যিকরা ছুটে আসেন অরিত্র প্রকাশনীর অনুষ্ঠানে।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলকাতা হাইকোর্ট এর সিনিয়ার অ্যাডভোকেট, সমাজকর্মী ও চিন্তাবিদ মাননীয় রবিশঙ্কর চট্টোপাধ্যায় ও অরিত্র প্রকাশনীর প্রবীণ সাহিত্যেকেরা।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক নির্মাল্য বিশ্বাস, কথাকবি শ্রী সদ্যোজাত, সাহিত্যিক তুষারকান্তি রায়, কলকাতা হাইকোর্ট এর সিনিয়ার অ্যাডভোকেট, সমাজকর্মী ও চিন্তাবিদ রবিশঙ্কর চট্টোপাধ্যায়, সাহিত্যিক ও সাহিত্য সংগঠক অরুণিমা চ্যাটার্জী এবং সাহিত্যিক ড: ধূর্জটি সেনগুপ্ত।
অরিত্র প্রকাশনীর প্রতিষ্ঠাতা সম্পাদক অতনু নন্দী জানিয়েছেন এই সাহিত্য সভায় অরিত্র প্রকাশনী থেকে দুটি পত্রিকা, ৩৬ টি একক বই ও আটটি সাহিত্য সংকলন প্রকাশিত হয়েছে। নির্মাল্য বিশ্বাস কালকের অরিত্র প্রকাশনীর মঞ্চ থেকে বলেছেন, অরিত্র প্রকাশনী এখন বাংলা প্রকাশনী জগতে ভরসার এক উল্লেখযোগ্য নাম। অরিত্র প্রকাশনীর সভা মঞ্চ থেকে ২০০ জন কবি সাহিত্যিক পুরস্কৃত হয়েছেন তাদের সাহিত্য সাধনার জন্য যেটা বাংলা সাহিত্যে এক উল্লেখযোগ্য দিক, সে কথা বলাই চলে।
