সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং বাঘমুন্ডি থানার ব্যবস্থাপনায় অযোধ্যা পাহাড়ের উপরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অনুকূল পরিবেশে হিল টপ অযোধ্যা ময়দানে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী এক ফুটবল প্রতিযোগিতা। জেলা স্তরে এই প্রতিযোগিতা বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে জেলা পুলিশের উদ্যোগে। করোনা অবহের প্রতিকূলতাকে সরিয়ে রেখে এবারও এই আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতাটি সম্পন্ন হলো। সাধারণ মানুষের সাথে পুলিশ প্রশাসনের সংযোগ বাড়াতেই মূলত ফুটবল প্রতিযোগিতাটি ।
গত শনিবার আনুষ্ঠানিক সূচনা হয়। খেলার সূচনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার এডিশনাল পুলিশ সুপার, সি আই স ,বাঘমুন্ডি থানার ওসি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নমিতা সিং মুড়া , বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি, এলাকার বিশিষ্ট সমাজসেবী অখিল সিং, ফুটবল প্রেমী মঞ্জুর খান সহ বিশিষ্ট অনেকেই। জেলার মোট ৩২টি টিম অংশগ্রহন করে এই ফুটবল প্রতিযোগিতায়।
আজ রবিবার শেষদিনের ফাইনাল ফুটবল খেলার শেষে জয়ী ও রানার্সআপ টিমের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আজকে অতিথি ছিলেন বাঘমুন্ডি ব্লকের বিডিও মহাশয়, বাঘমুন্ডি থানার ওসি, রজত বাবু বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষা তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নমিতা সিং মুড়া সহ বিশিষ্ট বর্গবৃন্দ।