সঞ্জয় হালদার,

পুরুলিয় জেলার অযোধ্যা পাহাড়ে ৭ দিন ব্যাপী রেফারি প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো। অযোধ্যা হিল ফুটবল গ্রাউন্ডে “অযোধ্যা হিল ফুটবল কোচিং ক্যাম্প” এর উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হয়। ফুটবল রেফারি রেসিডেন্ট ট্রেনিং ক্যাম্পএর উদ্বোধন করেন বাগমুন্ডি হাই স্কুলের প্রধান শিক্ষক নিবারণ মাহাতো মহাশয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুটবল সাব কামিটির চেয়ারম্যান বৈদ্যনাথ মন্ডল , অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসলাম স্যার , জেলা পরিষদের কর্মদক্ষ্যা নমিতা সিং মুড়া সহ বিশিষ্ট ব্যাক্তি।

Leave a Reply