নিষ্কৃতি

প্রণব মাহাত

তোমার লালসার বিধ্বংসী আগুনের লেলিহান শিখা
গ্রাস করেছিল সেদিন রক্ত মাংসের শরীরটা,
সমাজ সংসারের শক্ত বেষ্টনী চুরমার করে পাড়ি দিলে মায়া স্বপ্নের রাজ্যে….
বিকৃত সুখের সন্ধানে।
তোমার অগাধ রূপের উথলী ঢেউ আছড়ে পড়তে লাগল
শত মানুষের মনের ঘরে,
সুকৌশলে সাম্রাজ্য সাজালে নব দেশে নব রূপে।

অর্থের অনর্থে আজ তুমি একা. ….
তোমার জীবনের সৌন্দর্যমন্ডিত স্বপ্নগুলো ছটফট করতে করতে
ক্রমশই তলিয়ে যাচ্ছে জিজ্ঞাসার চোরা বালির গহ্বরে,
শিশুহারা হরিণীর মতো তোমার উদগ্রীব আত্মা
খুঁজে চলেছে ন্যায্য ভালোবাসা,
জল্পনা কল্পনার হাজার কোলাহলে তুমি এখন স্তব্ধ,
তোমার বদ্ধ হৃদয়ে দ্বন্দ্ব চলে প্রতিক্ষণে বিবেক, আবেগ ও লালসার,
এখন নিষ্কৃতি খুঁজে তোমার মন…….

Leave a Reply