Spread the love

 ‘অভিযুক্ত কি করে তদন্তকারী সংস্থা পরিবর্তন চাইতে পারে?’ নন্দীগ্রাম মামলায় হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে নন্দীগ্রামে এক।রাজনৈতিক খুন সংক্রান্ত মামলা।দাখিল মামলায়  পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন। রাজ্য পুলিশের তদন্তের ওপর ভরসা রাখতে পারছে না, তাই সিবিআই তদন্ত চেয়ে আদালতে দ্বারস্থ অভিযুক্ত বিজেপি কর্মীরা। এদিন এই মামলায় কেস ডায়েরি তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার পরবর্তী শুনানি রয়েছে ।এই মামলার শুনানি  চলাকালীনই বিচারপতি প্রশ্ন করেন, -‘ অভিযুক্ত কী করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে?’ চলতি বছরের  গত ৮ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় গুরুপদ মন্ডলের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। সেই হামলায় গুরুপদ মণ্ডলের আত্মীয় বিষ্ণুপদ মণ্ডলের মৃত্যু হয় বলে অভিযোগ দায়ের হয়।এই ঘটনায় নন্দীগ্রাম থানায় দুটি অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত অভিজিৎ মাইতি-সহ মোট ২৬ জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। অভিজিৎ মাইতির দাবি, -‘ একই ঘটনায় কীভাবে দুটি অভিযোগ  দায়ের হয়? এটা আইন বিরুদ্ধে’। অভিজিৎ মাইতির আইনজীবীদের আরও দাবি , -‘প্রথম অভিযোগপত্রে  ৪ জনের নাম ছিল। কিন্তু পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনীতিকরণ শুরু হয় এবং আর প্রায় ২৬ জনের নাম যুক্ত হয়’। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *