অভিজিৎ সরকার খুনের মামলায় চার্জগঠনে স্থগিতাদেশ বহাল,

মুকুল বিশ্বাস

শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টেবিজেপি কর্মী অভিজিত্‍ সরকার খুনের তদন্তে চার্জ গঠনে স্থগিতাদেশ পুনর্বহাল রাখলো আদালত । পরেশ পাল, স্বপন সমাদ্দার সহ পলাতক অভিযুক্তদের নাম বাদ রেখে চার্জ গঠন করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই। এর আগে চার্জগঠনে  স্থগিতাদেশ দিয়েছিল আদালত।এদিন এই মামলার শুনানি ছিল।

সেখানে  একই নির্দেশ বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ জুলাই পর্যন্ত চার্জ গঠনে স্থগিতাদেশ দিয়েছে আদালত। ভোট পরবর্তী হিংসায় কলকাতার  কাকুড়গাছির বাসিন্দা অভিজিত্‍ সরকার খুন হয়েছিলেন । এই খুনের ঘটনার তদন্ত করছে  সিবিআই। তবে  সিবিআই-এর তদন্ত এর গতিতে খুশি নয় নিহত  অভিজিত্‍ সরকারের দাদা বিশ্বজিত্‍ সরকার।নিহত পরিবারের দাবি, -‘ পরেশ পাল, স্বপন সমাদ্দারদের বাদ রেখেই চার্জ গঠন করতে চাইছে সিবিআই। এমন পরিস্থিতিতে এদের বাদ দিয়েই যদি চার্জ গঠন করা হয়, তাহলে পরবর্তী সময়ে মামলায় সঠিক বিচার পাওয়া যাবেনা’।গত  বিধানসভা নির্বাচনের গণনার পরের দিনই রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তের প্রয়োজনে সেই সময় তাঁর দেহ সত্‍কার পর্যন্ত করা হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুর ১৩৬ দিন পর অভিজিত্‍ সরকারের দেহ সত্‍কারের অনুমতি পায় পরিবার।সিবিআই তদন্তর গতি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল নিহত বিজেপি কর্মীর পরিবার। 

Leave a Reply