অবৈধ ভাবে বালি বোঝাই ৩টি ট্রাক্টর আটক,দুবরাজপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- প্রশাসন কঠোর ভাবে পদক্ষেপ গ্রহণ করলেও চোরাচালান পথে বালি পাচার অব্যাহত।সেইরূপ অবৈধ ভাবে ৩টি বালি বোঝাই ট্রাক্টর আটক করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। অবৈধ ভাবে বালি পাচার রুখতে নেমে পড়েছে বীরভূম জেলা পুলিশ। বেশ কিছুদিন থেকে দুবরাজপুরের বিভিন্ন জায়গার নদী সহ অজয় নদী থেকে অবৈধভাবে বালি মাফিয়ারা বালি চোরাচালান পথে পাচার করছিল বলে অভিযোগ।সেই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রাত্রে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের ওপর তরুলিয়া মোড়ের কাছে ৩ টি ট্রাক্টর আটক করে দুবরাজপুর থানার পুলিশ।যদিও ট্র্যাক্টরের চালকরা পুলিশ দেখা মাত্রেই গা ঢাকা দেয়।পুলিশ সূত্রে জানা যায়, কোনও বৈধ নথি ছাড়াই উক্ত ট্র্যাক্টর তিনটি করে বালি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। উল্লেখ্য, এর আগেও অবৈধ ভাবে বালি বোঝাই বহু লরি ও ট্রাক্টর আটক করে দুবরাজপুর থানার পুলিশ।