অবৈধ কয়লা বোঝাই গাড়ি আটক, সদাইপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের সদাইপুর থানার পুলিশ রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর চিনপাই পেট্রোল পাম্পের কাছে কয়লা বোঝাই একটি ১১০৯ গাড়ী আটক করে শনিবার রাতে। আটককৃত গাড়ীটির মধ্যে প্রায় সাড়ে ১৭ টন কয়লা ভর্তি রয়েছে।বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, কয়লা বোঝাই গাড়িটি দুবরাজপুরের উপর দিয়ে সিউড়ির দিকে রওনা হয়েছিল। পুলিশের কাছে আগাম খবর থাকার ফলে সদাইপুর থানার পুলিশ কয়লা বোঝাই গাড়িটির পিছনে ধাওয়া করে আটক করে। সেখ ছোটন ওরফে লাদেন নামে গাড়ির চালককে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। চালকের বাড়ি দুবরাজপুর থানার শিমুলডিহি গ্রামে।রবিবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।