অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে দুটি ট্রাকটার সহ এক চালক আটক সদাইপুর থানায়
সেখ রিয়াজউদ্দিন বীরভূম:- বর্ষাকালে নদী থেকে বালি উত্তোলন সরকারিভাবে নিষিদ্ধ। কোথাও কোথাও নদী ঘাটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তা স্বত্ত্বেও চোরাই ভাবে চলছে বালি পাচার। এ নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কয়েকটি জায়গা থেকে বালি ভর্তি গাড়ি আটক করা হয় বলে জানা যায়। সেরূপ মঙ্গলবার অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে সদাইপুর থানার পুলিশের হাতে আটক হয় দুটি ট্রাকটার।পুলিশ সূত্রে জানা যায় দুবরাজপুর থানার দিক দিয়ে সদাইপুর থানার অভিমুখে যাবার পথে গাড়ি দুটি আটক করে পুলিশ। যদিও পুলিশ দেখা মাত্র গাড়ি ছেড়ে এক চালক গা ঢাকা দেয়। অপর চালক সহ দুটি ট্রাকটার আটক করে সদাইপুর থানায় নিয়ে আসা হয় বলে জানা যায়।