অবিশ্বাসী প্রতিশ্রুতি,
গোপা ভট্টাচার্য্য।
ফিরিয়ে যদি দিতেই চাও, দাও ফিরিয়ে আবেগ মিশ্রিত মুহূর্তদের … ফিরিয়ে দাও প্রহরের পর প্রহর কাটানো সময়ের গায়ে লেপ্টে থাকা অনুভূতিদের…
ভুলে যাওয়া পথ একদিন পিছু ডাকবেই, যে পদচিহ্ন রেখে যায় সময়, স্মৃতিপটে আঁকা থাকবেই…
যে গচ্ছিত প্রতিশ্রুতি ফিরে আসে ব্যর্থতার যন্ত্রণা বয়ে, তার হিসেব কে রেখেছে? কথা দেওয়া, কথা রাখা দুইই কেমন যেন হাস্যকর … মিথ্যের জাল বুনে যায় শুধু স্বার্থের তাগিদে বারোমাস…
একের পর এক মানুষধরা কাজে লিপ্ত ছদ্মবেশী ডাকাতদল ..
যারা ধন চুরি করে তারা চোর, আর যারা মন চুরি করে… তারা কী ? তাদের কেন শাস্তি নেই!
ফাঁদ পাতা ভরসাস্থল কখন যে হয়ে যায় প্রাণনাশক খাদ, কে জানে!
বিশ্বাসের বুক চিরে অনাহুত অবিশ্বাসী ঝড় …
নৃশংসতায় ভাঙচুর করে যায় হৃদয়কুল।
কথা কেউ রাখে নি, রাখে না …
প্রমাণ দিয়ে যায় সময়।