অবশেষে শেষ হলো বাঘ বন্দী খেলা
। সাধন মন্ডল বাঁকুড়া:—-উড়িষ্যার সিমলিপাল থেকে চলে আসা বাঘিনী জিনাত এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ,পুরুলিয়া ও শেষে বাঁকুড়া জেলায় এসে বনকর্মী সহ প্রশাসনের ঘুম ছুটিয়ে ছিল। আজ তার অবসান হল। গতকাল শেষ চেষ্টা করেও সফল হতে পারেনি। কিন্তু আজ বিকেলে বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোঁসাই ডিহি জঙ্গলে শেষ ঘুম পাড়ানি গুলি চালিয়ে কাবু করল ঘুম ছুটানো জিনাতকে। আজ বাঘিনীকে কবজা করার কাজ তদারকি করতে এলাকায় হাজির হয়েছিলেন বাঁকুড়া জেলা শাসক শিয়াদ এন ,বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি ,সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। আজ বিকেল তিনটে ৫৪ মিনিট নাগাদ যে ঘুমপাড়ানি গুলিটি ছোঁড়া হয়েছিল বাঘিনীর শরীরে তা থেকেই বাঘিনী লুটিয়ে পড়ে। গতকাল দুটি ঘুম পাড়ানি গুলি চালিয়েও সফল হতে পারেনি বনকর্মীরা। আজ বনকর্মীদের প্রচেষ্টা সাফল্য লাভ করেছে। কোনরকম ক্ষতি না হয়ে এত বড় একটা সাফল্য বন বিভাগের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে রইল।