অনুর্দ্ধ ১৬ টি-২০ ক্রিকেটে জয়লাভ করল
গুসকরা বিষাণ অ্যাথলেটিক ক্লাব

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

 এলাকার ছেলেদের ক্রিকেটে আগ্রহী করে তোলার জন্য বীরভূমের রামপুরহাটের ড্রিম স্কুল অফ ক্রিকেট প্রথমবারের জন্য দুটি বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে - একটি অনুর্দ্ধ-১৪ এবং অপরটি অনুর্দ্ধ-১৬. রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিটি বিভাগে আটটি করে দল নিয়ে গত ১১ ই ডিসেম্বর রামপুরহাটের দীঘিরপাড়ে জেডিপিএল মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। 

  ১৪ ই ডিসেম্বর অনুর্দ্ধ-১৬ এ গুসকরা বিষাণ অ্যাথলেটিক ক্লাব আয়োজক ড্রিম স্কুল অফ ক্রিকেট ক্লাবকে ১০০ রানে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। প্রথমে ব্যাট করতে নেমে গুসকরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে ড্রিম ক্লাব ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭০ রান করে।  ৪২ বলে ৭৩ রান করে আজকের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন গুসকরার জাহাঙ্গীর শেখ।

Leave a Reply