অনুভব,

ববি সরকার,

অভিযোগ করার আগে
অভিমান বোঝো,
হারিয়ে পাওয়ার তরে
একটু তো খোঁজো।
ছড়িয়ে ছিটিয়ে থাকা
অনুভূতি সব,
মুঠো ভরে নিয়ে শোনো
তার কোলোরব।
বোঝোনি কী কোথা থেকে
অভিমান আসে!
রাত্রিরা মাঝে মাঝে
বৃষ্টি তে ভাসে।
স্বপ্নেরা ছুঁয়ে যায়
ঘুম ছোটা চোখে।
তুমিও কী কাঁদোনি
অবহেলার শোকে?
তবে কেন অবুঝ মন
গল্পের শেষে!
সব সুখ ফিরে পাই
শুধু ভালোবেসে।।

Leave a Reply