অনুব্রতের দিল্লিযাত্রা নিয়ে মামলার রায়দান স্থগিত 

বৈদূর্য ঘোষাল

শনিবার দিল্লির নিম্ন আদালতে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের দিল্লিযাত্রা নিয়ে মামলার শুনানি ছিল। মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সে দিনই রায় ঘোষণা হতে পারে। দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার মামলার শুনানি চলছে।দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল, অনুব্রতের মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভেনিউ আদালত। সেই অনুযায়ী শনিবার আদালতে মামলাটির শুনানি হয়।এদিন সকাল সাড়ে ১০টার পর শুনানি শুরু হয়েছিল। তা চলে প্রায় দেড় ঘণ্টার মত।অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল-সহ অন্যান্যরা শুনানি চলাকালীন বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এজলাসে । অনুব্রতের আইনজীবীর দাবি, -‘ রাউস অ্যাভেনিউ আদালতে এই মামলার শুনানি চলতেই পারে না। যেখানে আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে, সেখানে শুনানি হওয়া উচিত’। এর প্রতুত্তরে  ইডির  আইনজীবী এজলাসে জানান , -‘ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে এই নিয়ম প্রযোজ্য নয়’।শনিবারের শুনানির পর আপাতত দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে না অনুব্রতকে। সোমবার  রায় ঘোষণা হতে পারে ।এর আগে ইডির করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে করা মামলায় অনুব্রতের আর্জি খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে । সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, -‘তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। তারপর দিল্লির আদালত অন্য মামলায় স্থগিত রাখল রায়দান।যদিও সোমবার দিল্লিতে নিম্ন আদালতে রায় ঘোষণা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply