অচেনা ক্যানভাস

অপর্ণা মুর্মু

নিঝুম শান্ত পরিবেশ নীল জোছনা
ঝিকিমিকি তারাদের মেলা,
দূর থেকে ভেসে আসা উদাসী হাওয়া
উতলা ঢেউয়ের জলখেলা।

সে এক অচেনা নাম না জানা
নদীর পাড়ে বসে,
জোছনা রাত বুঝি আরও রঙিন হয়ে উঠে
তোমার জন্যে।

আলো – আঁধারি বাতাসের শব্দ
দুরে জোনাকিরা জ্বলে নেভে,
বিবাগী বাতাসে কেউ দূর আকাশের
জোছনা মাখে।

আজও বলতে গিয়েও হয়নি বলা
ভালোবাসি একমুঠো
জোছনা তারাদের গল্প,
অভিমানী এ শহর অভিমানী তুমি-আমি
খুনসুটি অল্প ।

এই নিঝুম জোছনায় অলীক স্বপ্ন বোনে
এই দুটি নয়ন,
স্মৃতির অভ্যন্তরে অচেনা ক্যানভাসে
বাঁধা পড়েছে এই কল্পনাবিলাসী মন।

হৃদয় ভেদ করে প্রস্ফুটিত তোমার
ঠোঁটের কোনের আলতো হাসি,
অন্তর গহনে আজও কুঁড়ি হয়ে রয়ে গেছে
হয়নি বলা তোমায় ভালোবাসি।।

Leave a Reply