অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার অভিযোগ তুলে বিক্ষোভ, দুবরাজপুর এলাকায়

সেখরিয়াজুদ্দিন,বীরভূম:- জেলার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবারের অভিযোগ ওঠে প্রায়ই । যার জেরে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের।সেরূপ অভিযোগ তুলে বৃহস্পতিবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পাকুরিয়া গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ যে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী নানান অজুহাতে হামেশাই বন্ধ রাখেন সেন্টার। এমনকি খাবারের মান খুব নিম্নমানের তাছাড়া পরিমাণে খাবারেও কম দেওয়া হয়। এই অভিযোগে স্থানীয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে বিক্ষোভে সমবেত হন গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে আজকে রান্না করা খাবার পর্যন্ত নেননি গ্রামবাসীরা।বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। জানা যায়, দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুরিয়া-২ এর ২৭৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ২০১৮ সালে তৈরি। একজন কর্মী নিয়েই পথ চলা শুরু হয়। এই কেন্দ্রে প্রথম থেকেই কোন সহায়িকা বা হেল্পার নেই।উক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী আলেমা খাতুন সবদিক সামলান বলে জানা যায়।সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হইনি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী আলেমা খাতুন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বারবার আমার সাথে এই ধরনের ব্যবহার করা হচ্ছে।তিনি আরও বলেন খাবারের পরিমাণ কতটা বরাদ্দ এবং কি কি জিনিস দেওয়া হয় পরিমাণ সহ দেখার জন্যও বারবার বলা হয়েছে গ্রামবাসীদের।যদিও একাই আমাকে সবদিক দেখতে হয়। ভীষণ অসুবিধার মধ্যে রয়েছি। অন্যদিকে দুবরাজপুরের সিডিপিও প্রবীর বিশ্বাস জানান, ঘটনার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply