অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে নেতাজি জয়ন্তী পালন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- মহান স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন উপলক্ষে ২৩ শে জানুয়ারি দেশব্যাপী সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা।স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন অতিবাহিত করেন। দেশের জনগণের কাছে তিনি নেতাজি হিসেবেই সর্বাধিক পরিচিত। দেশের প্রতি তার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজক ও উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি প্রভাতফেরি, অঙ্কন,ছড়া,কবিতা,নাচ,দেশাত্মবোধক গান সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।অনুরূপ টুমোরোজ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন কেন্দ্রে মা ও শিশুদের নিয়ে আবৃত্তি, গান, ছড়া, খেলা ইত্যাদির মাধ্যমে দিনটি পালন করেন। উল্লেখ্য উক্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জেলার বেশকিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আরলি চাইল্ডহুড এডুকেশন ( ই সি ই) প্রকল্পের কাজ শুরু হয়েছে। যেখানে শিশুদের বিভিন্ন খেলার ছলে, বিনোদনের মাধ্যমে শিক্ষাদানের বন্দোবস্ত রয়েছে।সেরূপ সাঁইথিয়া ব্লকের দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বনগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক, সংগঠনের প্রোজেক্ট ম্যানেজার দেবরাজ মুখার্জী, স্থানীয়
অঙ্গনওয়াড়ি কর্মী অর্পিতা মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুরূপ রাজনগর ব্লকের মুরাদগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও নেতাজি জয়ন্তী অনুষ্ঠান ঘিরে মা ও শিশুদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এখানে শিশুদের পাশাপাশি মায়েদের নিয়েও খেলার আনন্দে সকলেই মেতে ওঠে। এই কেন্দ্রে সংগঠনের কমিউনিটি টিচার হিসেবে কর্মরত অরুনাদ্রী ঘোষ
এক সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন। এখানে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী যুথিকা মন্ডল ও অনীমা মন্ডল, সংগঠনের ফিল্ড সুপার ভাইজার অভিজিৎ মুখার্জী প্রমুখ।
উল্লেখ্য জেলার সাতটি ব্লক এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও টুমোরোজ ফাউন্ডেশন সংস্থার যৌথ উদ্যোগে ই সি ই প্রকল্পের কাজ চলছে বলে জানা যায়।

Leave a Reply