অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের মধ্যে ইঁদুর পড়ে থাকার খবরে আতঙ্কিত গ্রামবাসীরা

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বারবার খাবারের মধ্যে বিশেষ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের মধ্যে সাপ,টিকটিকি, পোকা,ইঁন্দুর ইত্যাদি মরার খবর হামেশাই ঘটছে।এনিয়ে নানা স্তরে অভাব অভিযোগ ও উঠছে।তবুও যেন এবিষয়ে কোনো হেলদোল নেই দায়িত্ব প্রাপ্ত কর্মীদের মধ্যে।ফের আজ শনিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের মধ্যে ইঁদুর পড়ে থাকার খবর চাঁওর হতেই আতঙ্কিত হয়ে ওঠে গ্রামবাসীদের মধ্যে।ঘটনাটি বীরভূমের নলহাটি থানার অন্তর্গত কুরুম গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের তিন নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।
সুখেন মন্ডল নামে স্থানীয় এক গ্রামবাসীর অভিযোগ যে, প্রত্যেক দিনের ন্যায় এদিনও উক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তার ছেলের জন্য তার স্ত্রী খিচুড়ি নিয়ে আসেন বাড়িতে। খাবার খেতে গিয়ে লক্ষ্য করেন যে সেই রান্না করা খিচুড়ির মধ্যে একটি ইঁদুরের পা পড়ে আছে। এই নিয়ে আতঙ্কিত হয়ে ওঠে পরিবারটি। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীদের অন্যান্য কয়েকজন ব্যক্তিরাও অভিযোগ করেন খিচুড়িতে ইঁদুর পড়ে থাকার। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। যদিও এই খাবার খেয়ে তখনো পর্যন্ত কেউ অসুস্থ বোধ করেননি।খাবারের মধ্যে ইঁদুর পড়ার অভিযোগ নিয়ে গ্রামবাসীরা সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের খবর পেয়ে নলহাটি এক নম্বর ব্লকের বিডিও সৌরভ মেহতা ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্বাস্থ্য দপ্তর থেকে চিকিৎসক ডেকে একটি চিকিৎসা শিবিরের ব্যবস্থা করেন যে সমস্ত মা ও শিশুরা ওই খাবার খেয়েছেন তাদের জন্য।

Leave a Reply