অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
সিডিপিও র নিকট, খয়রাশোলে।

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির খয়রাশোল ব্লক কমিটির ডাকে বুধবার বীরভূমের খয়রাশোল ব্লক এলাকার অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা তাদের বেতন বৃদ্ধি সহ পাঁচ দফা দাবি দাওয়া নিয়ে ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের অফিসে অবস্থান বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করলেন।ইতিপূর্বে তাদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্থানীয় এলাকায় মিছিল বের করা হয়।এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে তাদের মূলত দাবি হিসেবে উঠে আসে যে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অন্যান্য উন্নত রাজ্যের নেই অনারিয়াম ও এডিশনাল অনারিয়াম বৃদ্ধি করতে হবে। কর্মীদের মাসিক একুশ হাজার ও সহায়িকাদের ১৮০০০ টাকা বেতন বরাদ্দ করা।রাজ্য সরকারের বিভিন্ন পদের সিনিয়ারিটির ভিত্তিতে যে পদোন্নতির সুযোগযোগ আছে, সেই নিয়ম অনুযায়ী সহায়িকাদের শুধুমাত্র সিনিয়ারিটির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি দিতে হবে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আদেশ নামা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৫০ শতাংশ সুপারভাইজার শূন্যপদে যোগ্য অঙ্গনওয়ারী কর্মীদের পদোন্নতি দিতে হবে। পোসন অ্যাপসের কাজের জন্য স্মার্টফোন, ইনসেন্টিভ ও রিচার্জ খরচ দিতে হবে। খয়রাসোল ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তন্ময় সাহার অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন খয়রাসোল ব্লক
আইসিডিএস সুপার ভাইজার প্রতিমা আচার্য।আজকের অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়ার কারণসমূহ এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান বিক্ষোভ কর্মসূচির অস্থায়ী সভাপতি তথা অঙ্গনওয়াড়ি কর্মী বর্নালী গঁড়াই। অপরদিকে আইসিডিএস সুপার ভাইজার প্রতিমা আচার্য স্মারকলিপির ব্যাপারে বলেন কর্মীরা তাদের দাবির প্রেক্ষিতে স্মারকলিপি জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী উর্দ্ধতন কতৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply