অঙ্গনওয়াড়ি ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে সুপুষ্টি দিবস পালন, রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন “- এই কথাকে সামনে রেখে রাজনগর ব্লকের মুরাদগঞ্জ অঙ্গনওয়াড়ী কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করা হয় নানান অনুষ্ঠানের মাধ্যমে। পরিপূরক আহারের গুরুত্ব, পরিস্কার পরিচ্ছন্নতা তথা বাচ্চাদের যত্ন ও খাবারের বিষয়ে আলোকপাত করা হয়। সেন্টারে পাঠরত বাচ্চাদের সাথে সাথে মায়েরা এবং কিশোরীরা ও অংশগ্রহণ করে এদিনের অনুষ্ঠানে।প্রদর্শনী হিসেবে চাল, ডাল, ডিম, তেল সহ বিভিন্ন ধরনের শাকসবজি রাখা হয় এবং তাদের গুনাবলী সম্পর্কে মায়েদের সচেতন করেন পাশাপাশি বাড়িতেও এধরনের শাকসবজি সহকারে রান্না করে বাচ্চাদের খাওয়ানোর বার্তা দেন। উল্লেখ্য টুমরোজ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জেলার বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আরলি চাইল্ডহুড এডুকেশন ( ই সি ই) প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেখানে আনন্দদায়ক ভাবে পাঠদানের ফলে বাচ্চারা উজ্জীবিত হয়ে ওঠে।পাশাপাশি অভিভাবকরাও বাচ্চাদের আনন্দ সহকারে পড়াশোনার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি শিক্ষিকা যুথিকা মন্ডল,ই সি ই প্রকল্পের এ্যাসিসট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মনোজ খান ও কমিউনিটি শিক্ষিকা অরুনাদ্রী ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।