অগ্রগতির লক্ষ্যে বিবেকানন্দ হাসপাতাল ল
ঐশিক সেন
দুর্গাপুর শিল্পাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার পরিধি বাড়ছে l সরকারি স্বাস্থ্যপরিকাঠামে যেমন উন্নয়ন হচ্ছে ঠিক তেমনি বেসরকারি স্বাস্থ্যপরিকাঠামো র ও উন্নয়ন হচ্ছে ব্যাপক l দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগী সুজিত দত্ত এমনই একটি নাম l যিনি স্বাস্থ্যপরিষেবাকে প্রাধান্য দিলেও সেবা তার অন্যতম লক্ষ্য l চিকিৎস দিবসে দুর্গাপুর বিবেকানন্দ হাসপাতালের একটি নতুন ব্লকের উদ্বোধন হলো l যেখানে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবার জন্য বেড সংখ্যা বাড়ানো হলো l এই নতুন ভবনের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী দিব্যানন্দ মহারাজ l হাসপাতালের কর্ণধার সুজিত দত্ত জানালেন দুর্গাপুরের সিটি সেন্টার ফেজ টু তে আরো একটি ক্যান্সার হাসপাতাল গড়ে উঠছে l ক্রমাগত এগিয়ে চলার ক্ষেত্রে বিবেকানন্দ হাসপাতাল কর্তৃপক্ষ দূর্গাপুরের স্বাস্থ্যপরিসেবাকে আরো উন্নত করছেন বলে শিল্পাঞ্চলের বাসিন্দারা মনে করছেন l