।। এসআইআর হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ সিপিএমের, কটাক্ষ তৃণমূলের ।।
বসিরহাট : নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা এবং এসআইআর শুনানির নামে প্রান্তিক মানুষের হয়রানি বন্ধের দাবিতে সরব হলো সিপিআই (এম)। কোনো বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়—এই দাবিকে সামনে রেখে সিপিএমের বসিরহাট উত্তর এরিয়া কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। এদিন বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপাতা এলাকা থেকে মিছিল শুরু হয়ে টাকি রোড অতিক্রম করে ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান নিয়ে তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, বিজেপির দালালি বন্ধ না হলে গণতন্ত্রের উপর আঘাত আরও গভীর হবে। মিছিল শেষে দপ্তরের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে ডেকে অযথা হয়রানি করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে এবং ভোটার তালিকা থেকে নাম কাটার আশঙ্কা তৈরি করা হচ্ছে। এতে প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। বক্তাদের দাবি, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করতে হবে এবং কোনো রাজনৈতিক দলের স্বার্থে প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করা চলবে না। ভোটাধিকার রক্ষার প্রশ্নে সিপিআই (এম) আপসহীন অবস্থান নেবে বলেও জানানো হয়। মানুষের এই হয়রানির জন্য তৃণমূল ও বিজেপির সেটিং প্রসঙ্গ তুলে দুই দলকেই তুলোধন করে বাম নেতৃত্ব। সভা শেষে বসিরহাট উত্তরের সহকারী রিটার্নিং অফিসার (এইআরও)-এর কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে এসআইআর প্রক্রিয়ার নামে হয়রানি বন্ধ করা, সব বৈধ ভোটারের নাম অক্ষুণ্ণ রাখা এবং স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটার তালিকা সংশোধনের দাবি জানানো হয়। দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। বিষয়টি নিয়ে আইএফটিটিইউসির রাজ্য সম্পাদক কৌশিক দত্ত বলেন, “সিপিএম প্রথম থেকেই কোনো লড়াইতে ছিল না। নির্বাচন কমিশনের এই পক্ষপাতীত্বের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই করে এসেছে। বিজেপির বিরুদ্ধে লড়াইতে জয়ী হয়েছে তৃণমূল। সিপিএম এমনিতেই অস্তিত্বহীনতায় ভুগছে। তাই এই ধরনের অসংলগ্ন বার্তা মানুষের মধ্যে ছড়াতে চাইছে।”










