৬৩ তম ইন্ডিয়ান অয়েল দিবস উপলক্ষে কলকাতার ছটি স্কুলে চারা গাছ রোপণ
রাজকুমার দাস
৬৩ তম ইন্ডিয়ান অয়েল দিবস উপলক্ষে কলকাতার ছটি স্কুলে চারা গাছ রোপণ করা হয় ইন্ডিয়ান অয়েল এর কলকাতার ডিভিশনাল অফিসের পক্ষ থেকে । মূল উদ্যোক্তা ইন্ডিয়ান অয়েল। এই চারা গাছ রোপণ অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন ফিল্ড অফিসাররা। তারা নিজে নিজেও দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের স্কুলগুলিতে এই কর্মসূচি পালন করেন। সব মিলিয়ে মোট ১০০০টি চারা গাছ রোপন করা হয়েছে।
‘সবুজ ভবিষ্যৎ তৈরীর প্রতিশ্রুতি’ এই থিমের অধীনে সারা দেশ জুড়ে ইন্ডিয়ান অয়েল এই ধরনের কার্যক্রম নিয়েছে।
এই কার্যক্রমের অধীনে XP 95 এবং XP100 এই দুই ধরনের পেট্রোলের গুনাগুন সম্পর্কে সচেতন করা হয়।
উল্লেখ্য এই দুই ধরনের পেট্রোল পরিবেশের পক্ষে অপেক্ষাকৃত ভালো , এতে দূষণ কম হয়, গাড়ির ইঞ্জিন ভালো থাকে এবং গাড়ির মাইলেজ বেশি হয়।
সারা দেশ জুড়ে চলতি অর্থবছর ধরেই এই প্রচার চলবে বলে জানা গেছে। সংস্থা তরফ থেকে আরো জানা গেছে যে যদি কোন স্বেচ্ছাসেবী সংগঠন চারা গাছ রোপন নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করে তাহলে ইন্ডিয়ান অয়েল সব সময় তাদের পাশে থাকবে।