Spread the love

আসানসোলের সৃষ্টি নগরে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের আইন ও গণপূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক

আসানসোল:- বৃহস্পতিবার আসানসোলের সৃষ্টি নগরে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।এইদিন রাজ্যের আইন ও গণপূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক আসানসোল রামকৃষ্ণ মিশন এর সম্পাদক স্বামী সোমাত্বআ নন্দ জি মহারাজ কাজী নজরুল বিশ্ব বিদ্যালয় এর ডক্টর সাধন চক্রবর্তী হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর এ গাঙ্গুলী যৌথভাবে নারকেল ফাটিয়ে ভিত্তিপ্রস্তর এর শিল্যান্যাস করেন।
এছাড়া অনুষ্ঠানের উদ্বোধন
প্রদীপ জ্বালিয়ে করা হয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যের আইন ও গণপূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক বলেন যে আসানসোলকে নতুন হাসপাতাল হিসেবে বেছে নেওয়ার জন্য তিনি হেলথ ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেন, আসানসোলে জনসংখ্যা দিন দিন বাড়ছে।এখানে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের চিকিৎসার জন্য শহরের বাইরে যেতে হয়। আসানসোলে হেলথ ওয়ার্ল্ডের মতো হাসপাতাল তৈরি হলে মানুষ তাদের চিকিৎসায় অনেক সুবিধা পাবে। এর পাশাপাশি এখানে তেরটি অপারেশন থিয়েটার নির্মাণ করা হবে যাতে কোনো রোগীকে কোনো সমস্যায় পড়তে না হয়।এছাড়া এই হাসপাতালের ব্যবস্থাপনা থেকে ১ বছরের মধ্যে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করে এবং এখানে চিকিৎসা শুরু করতে হবে।
অন্যদিকে মলয় ঘটক বলেন, আসানসোলে মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতাল তৈরি হলে ভালো হবে। তিনি বলেন, খুব শীঘ্রই আসানসোলে একটি মেডিকেল হাসপাতাল তৈরি করা হবে। যাতে এই এলাকার মানুষ উন্নত চিকিৎসার সুবিধা পায়।এ সময় ড.গাঙ্গুলী বলেন যে তিনি আজ এখানে স্বাস্থ্য বিশ্ব হাসপাতালের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন তা মালয় অংশীদারদের সহযোগিতা ছাড়া সম্ভব হত না। তিনি বলেছিলেন যে আসানসোল একটি ক্রমবর্ধমান শহর যেখানে জনসংখ্যা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল থাকা খুবই জরুরি।শুধু তাই নয়, পার্শ্ববর্তী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসানসোলে এসে চিকিৎসা নেন। এই কারণেই দুর্গাপুরের পর আসানসোলেও এমন হাসপাতালের কথা ভাবা হয়েছিল। তিনি বলেন, এই হাসপাতালটি হবে ৪০০ শয্যার, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রোগীদের চিকিৎসা করা হবে।দুর্গাপুরে একটি হাসপাতাল আছে।
কিন্তু আসানসোল বা ঝাড়খণ্ডের রোগীদের সেখানে পৌঁছতে অনেক সময় লাগে। সেই কারণেই আজ আসানসোলে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। ডাক্তার এই হাসপাতাল তৈরি হলে আসানসোলের মানুষকে চিকিৎসার জন্য শহরের বাইরে যেতে হবে না বলে আস্থা প্রকাশ করেন ডক্টর এ গাঙ্গুলি। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরনাথ চ্যাটার্জি, অভিজিৎ ঘটক, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং, হেলথ ওয়ার্ল্ডের অশোক পারিদা, মোহন শর্মা, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল, আসানসোল মহাবীর সেবা সমিতির সম্পাদক অরুণ শর্মা, গুরুদাস চ্যাটার্জি, অনিমেষ দাস, শ্রাবণী মন্ডল, জগদীশ শর্মা, ভি কে ধল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *