Spread the love


হেলমেট পড়েননি তো কি হয়েছে ?গাড়ি থামান, হেলমেট আনুন, গাড়ি নিয়ে যান,এই অভিনব কায়দায় মোটরসাইকেল আরোহীদের সচেতন করলেন খোদ ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত।

বিগত কয়েক মাস ধরে ভাতারের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বেশ কয়েকজন।
সাধারণ মানুষকে সচেতন করতে সরকারিভাবে নানান অনুষ্ঠান করা হয়েছে বিগত কয়েক বছর ধরে।
তাতেও হুশ ফিরে নি সাধারণ মানুষের।
তাই আজ ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত নিজেই ভাতার বাজারে মানুষকে সচেতন করতে নামলেন অভিনব কায়দায়।
তিনি যে সমস্ত মোটর সাইকেল আরোহী হেলমেট পড়ে গাড়ি চালাচ্ছেন না তাদেরকে গাড়ি থামিয়ে হেলমেট এনে গাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কোন আর্থিক জরিমানা তিনি করেননি।
তিনি এই কর্মসূচি যখন চালাচ্ছিলেন তখন ভাতার এলাকার মানুষজন দারুন প্রশংসা করেন।
কারণ তিনি দুর্ঘটনা রুখতে এই অভিনব উদ্যোগ নেন।

ভাতার বাজারের এক বাসিন্দা রাজা কার্ফা জানান যে,
মোটরসাইকেল আরোহীদের দুর্ঘটনা থেকে বাঁচতে পুলিশ নানান কর্মসূচি করে।
কিন্তু আমাদের ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কে অন্য ভাবে সচেতন করতে দেখলাম। হেলমেট না পরলে সাধারণত জরিমানা করা হয়, কিন্তু তিনি তা করেননি। তিনি যে সমস্ত মানুষজন হেলমেট পড়েননি, তাদেরকে অনুরোধ করেন আপনারা হেলমেট আনুন এবং হেলমেট পড়ুন তবেই মোটরসাইকেল নিয়ে যাবেন।
তো উনার এই বার্তা সকলেই মেনে চললেন ।
আশা করব আগামী দিনে সকলেই হেলমেট পড়ে গাড়ি চালাবেন।

তবে এ বিষয়ে ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত কিছু বলতে চাননি ।

তবে মোটরসাইকেল আরোহীদের এই অভিনব সচেতন আগামী দিনে দুর্ঘটনা অনেক কমবে বলে মনে হয়।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *