হেরেও জিতে যাওয়া যায়

বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

আজ যা পরাজয় বলে দেখি
জেনো সব সময় তা পরাজয় নয়
কখনো কখনো হেরেও জিতে যাওয়া যায়।
তাই, তুমি পরাজিত যম
ঐন্দ্রিলাকে আমাদের থেকে কেড়ে নিলেও
আমাদেরই অন্তরে সে চির বিরাজিত
ভালোবাসার এক উজ্জ্বল জ্যোতিষ্ক সম।

Leave a Reply