হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দেন লোকপুর থানার পুলিশ

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
মোবাইল ফোন বা মুঠোভাষ যা হাতের মুঠোয় সীমাবদ্ধ। সেই ফোন ছাড়া যেন সব অচল। বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে থেকে যদি কারণবশত হারিয়ে যায় তাহলে তো শোকে মূহ্যমান হয়ে পড়ে। পাশাপাশি সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন যদি ফেরত পান তাহলে আহ্লাদে আটখানা হয়ে যায়। সেরূপ লোকপুর থানা এলাকার দুই জনের দুটি মোবাইল ফোন হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাত্তা করতে না পেরে শেষমেশ থানার দারস্থ হতে হয় তথা জেনারেল ডাইরি করে।লোকপুর থানার পুলিশ বুধবার মোবাইল ফোন হারিয়ে যাওয়া দুই ব্যক্তিকে থানায় ডেকে পাঠান এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন এর যথোপযুক্ত প্রমান সাপেক্ষে দুই জনের হাতে ফোন দুটি তুলে দেন লোকপুর থানার এএসআই ফারুক আনোয়ার খান ও ইন্দ্রজিৎ রায়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে স্বভাবতই খুশি ব্যাক্ত করেন এবং থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান ফোন প্রাপক অজয় দে এবং রেনুবালা বাউরি। পুলিশ সূত্রে জানা যায় গত ৩ রা মার্চ স্থানীয় থানার লোকপুর গ্রামের বাসিন্দা অজয় দে এবং ৭ ই মার্চ একিই গ্রামের বাসিন্দা রেনুবালা বাউরি তাদের মোবাইল ফোন হারিয়ে ফেলেছিল। মোবাইল ফেরত পেয়ে তাদের চোখে মুখে স্বস্তির নিঃশ্বাস দেখা যায়।

Leave a Reply