স্বেচ্ছায় রক্তদান শিবির তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে, দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গ্রীষ্মকালীন রক্ত সংকটমোচনের উদ্দেশ্যে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে। শিবির অনুষ্ঠিত হয় রবিবার দুবরাজপুর ১২ নম্বর ওয়ার্ডের অগ্রদূত সঙ্ঘের প্রাঙ্গণে। জানা যায় দুবরাজপুর শহর তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এরূপ একটি প্রয়াস। উল্লেখ্য জেলার ব্লাড ব্যাংকগুলিতে এই সময়কালে দেখা দেয় রক্তের সংকট। সেই সংকটমোচনের লক্ষ্যে তৃণমূলের শাখা সংগঠনের পক্ষ থেকে এরকম উদ্যোগ বলে সংগঠন সূত্রে জানা গেছে।এদিন বাইক রেলির মাধ্যমে রক্তদান শিবিরের ভ্রাম্যমান বাসটিকে শহরের মধ্যে নিয়ে আসা হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর সেখ নাজির উদ্দিন ও মানিক মুখার্জী সহ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।