Spread the love

স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে গাফিলতি,রাজ্য কে জরিমানা হাইকোর্টের 

মোল্লা জসিমউদ্দিন
বৃহস্পতিবার  রাজ্য সরকার কে জরিমানা ধার্য করল কলকাতা হাইকোর্ট। জরিমানা বাবদ ২৫ হাজার টাকা দিতে হবে রাজ্য সরকারকে বলে হাইকোর্টের আদেশনামায় উল্লেখ রয়েছে ।আদালত সুত্রে প্রকাশ, পূর্ব বর্ধমানের জামালপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠন নিয়েই এই মামলা দাখিল হয়েছিল। এদিন  শুনানিতে এই মামলায় রাজ্যকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে বলল কলকাতা হাইকোর্ট ।এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে । এই মামলায় রাজ্যের চরম গাফিলতির কারনে  জরিমানা ধার্য করেছে কলকাতা হাইকোর্ট । স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে দেরি হওয়ায় রাজ্যের কাছে তথ্য তলব করেছিল হাইকোর্ট । এই তথ্য না দেওয়ায় জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে।পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচড়া গ্রামের হৈমবতী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র টি অতি প্রাচীন । ইংরেজ  আমলে এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল বলে স্থানীয় সুত্রে প্রকাশ । বহুদিন ধরেই অবহেলার শিকার এই স্বাস্থ্যকেন্দ্রটি । অত্যন্ত বেহাল দশা প্রাচীন স্বাস্থ্যকেন্দ্রের।  প্রায় দু বছর কোন চিকিৎসক নেই। এরপর থেকে আর কোনও চিকিত্‍সা হয় না সেখানে। এনসেফালাইটিস প্রবণ এলাকা হওয়ার কারণে, ২০১৪ সালে ওই স্বাস্থ্যকেন্দ্রটি অধিগ্রহণের জন্য স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠান গ্রামবাসীরা। জেলা পরিষদেও অনুরোধ জানান তাঁরা।জেলা পরিষদ উত্তরে জানায় -‘  তারা এই বিষয়ে পঞ্চায়েত দফতরকে জানিয়েছে’। এরপর অবহেলার অভিযোগ তুলে ২০২০ সালে মামলা দায়ের করেন গ্রামের বর্ষীয়ান শিক্ষক গুরুদাস চট্টোপাধ্যায়।আদালত কে রাজ্য জানায় , -‘ গ্রামে অন্তত ৩০ হাজার মানুষ না থাকলে নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়া সম্ভব নয়’। ওই গ্রামে ২০ হাজার মানুষ বাস করে বলে দাবি রাজ্যের। মামলাকারী পাল্টা দাবি করেন, গ্রামে ৩০ হাজারের বেশি মানুষ থাকেন, রাজ্যের দাবি ঠিক নয়। রাজ্যকে পুনরায়  তথ্য পেশ করার নির্দেশ দেয় আদালত। অভিযোগ, এখনও পর্যন্ত সেই নির্দেশ পালন করেনি রাজ্য। তাই এবার ২৫ হাজার  জরিমানা ধার্য করল কলকাতা হাইকোর্ট।মূলত আদালতের প্রতি গাফিলতির কারনে এই জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *