সোমসার রামকৃষ্ণ মিশনের অধিগ্রহণ দিবস পালন
সম্প্রীতি মোল্লা,
বাঁকুড়ার সোমসার গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভুতেশানন্দজী মহারাজের জন্মস্থান ২০২১ সালে অধিগ্রহন করে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন।
এবছর সেই অধিগ্রহনের বর্ষপুর্তী অনুষ্ঠিত হল মহা আড়ম্বরে। গত শুক্রবার ভোর থেকে সারাদিন ব্যাপি ছিল হোম যজ্ঞ,সহ পুজাঅর্চনা।
সোমসার গ্রামের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে ইতিমধ্যেই বিনামূল্যে ছেলে মেয়েদের পড়াশোনা, বস্ত্র দান ও বিনামূল্যে চিকিতসা পরিষেবা দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রভাত ফেরির মাধ্যমে শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজীর বানী সম্বলিত পোষ্টার নিয়ে গ্রামের রাস্তায় পা মেলান গ্রামবাসী থেকে খুদে শিশুরাও।
সোমসার রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী অমলাত্মানন্দ মহারাজ বলেন, এলাকার মানুষদের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি তাদের মধ্যে আদর্শ, নীতি ও চেতনার উন্মেষ ঘটাতেই তাদের এই উদ্যোগ।