Spread the love

সুন্দরবন নিয়ে বিশেষ সেমিনার হয়ে গেল ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়

  • ,’ সুন্দরবনের গল্প , কবিতা এবং গান , ‘ শীর্ষক এক বিশেষ আলোচনা চক্র হয়ে গেল ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে । আমন্ত্রিত অতিথিবর্গের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সৈকত মিস্ত্রি প্রারম্ভিক ভাষণ প্রদান করেন । তিনি ‘সাহিত্য একাদেমি’ র জন্মের ইতিহাস ও সাহিত্য সংস্কৃতির পক্ষে তাদের লাগাতার কার্যক্রম সম্পর্কে অবহিত করান । সুন্দরবন সম্পর্কে চমৎকার নাতিদীর্ঘ মনোজ্ঞ বার্তা দেন।
    অনুষ্ঠানের সূচনা পর্বে বিশিষ্ট কথা সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায় তাঁর স্বভাব সিদ্ধ বক্তব্য আরোপ করেন। সম্পাদক প্রকাশক এবং একজন নিবেদিত মাঠ সমীক্ষক হিসেবে নাজিবুল ইসলাম মন্ডল কথাসাহিত্যের বিস্তার বিশ্লেষণ এবং নিজে একটা স্বরচিত ছোটগল্প পাঠ করে শোনান। । লেখক নিরঞ্জন মন্ডল তার গ্রন্থ এবং লোকসংস্কৃতির নানাবিধ গান তৎসহ বিভিন্ন আঙ্গিক সম্পর্কে অবহিত করান ।
    দ্বিতীয় পর্বে ছোট্ট চা-বিরতির পর বিশিষ্ট কথা সাহিত্যিক এবং সাহিত্য একাদেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকেন্দ্রিক বাংলা কথাসাহিত্যের মূল্যবান বিষয় আলোকপাত করেন ।
    সাহিত্য বিশ্লেষক , বিশিষ্ট অধ্যাপক ড .শ্রাবণী পাল ঝড়েশ্বর চট্টোপাধ্যায় , তপন বন্দোপাধ্যায় , শচীন দাশ এবং আব্দুল জব্বারের সাহিত্যের অনন্য সৃষ্টি নিয়ে সূচারুভাবে ব্যাখ্যা করেন। পরিশেষে সভামুখ্য ডঃ তপন মন্ডল অনুষ্ঠান পর্যালোচনা করেন। বিদায়ী ভাষণ দেন ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । সমগ্র অনুষ্ঠানটির উদ্যোগ ও আয়োজনে – সাহিত্য একাদেমি ও ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।
    সংযোজনায় ছিলেন শারমিন রহমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *