গোপাল দেবনাথ,
কলকাতা হাইকোর্টের নির্দেশে সৌমিত্র – সুজাতার ডিভোর্স মামলা বাঁকুড়া জেলা আদালত থেকে স্থানান্তরিত হলো শিয়ালদহ আদালতে। বাঁকুড়ায় এই এই ডিভোর্স মামলা ঘিরে হুমকি পাল্টা হুমকির অভিযোগ উঠছিল । কলকাতা হাইকোর্টের তরফে একমাসের মধ্যে বাঁকুড়া জেলা আদালতে এই মামলার সমস্ত নথিপত্র শিয়ালদহ আদালতে পাঠানোর নির্দেশ রয়েছে। যদিও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’ এর আইনজীবী এই সংক্রান্ত কোনও নোটিস পাননি বলে দাবি করেছেন। গত বিধানসভা ভোটের প্রাক্কালে সৌমিত্র – সুজাতার দাম্পত্যকলহ আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে আসে । সেসময় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন । বিধানসভার নির্বাচনে আরামবাগ থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সুজাতা। যদিও তিনি পরাজিত হন।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় বিবাহ বিচ্ছেদের সূচনা ঘটে।যা আদালত পর্যন্ত গড়ায়।বাঁকুড়ায় গেলে হুমকির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ তোলেন সুজাতা। উক্ত মামলার আদালত পরিবর্তন করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হন সুজাতা।সম্প্রতি হাইকোর্টের বিচারপতি কেসাং ডোমা ভুটিয়া নির্দেশ দেন, -‘ বাঁকুড়া আদালত নয়, এখন থেকে এই ডিভোর্স মামলা শিয়ালদহ আদালতে চলবে’ । পাশাপাশি আগামী একমাসের মধ্যে মামলাটি স্থানান্তরের যাবতীয় কাজ সেরে ফেলতে হবে বলে নির্দেশ জারি করে থাকে কলকাতা হাইকোর্ট।