মোল্লা জসিমউদ্দিন টিপু,


শনিবার সারাদিন ব্যাপি  ‘সারা বাংলা  আইনজীবী  ঐক‍্য মঞ্চে’র  তৃতীয় রাজ‍্য বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনার মধ‍্যমগ্রাম গঙ্গানগরের কাছে স্কাউট অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী  অরুনাভ ঘোষ,কল্লোল বসু, মধ‍্যমগ্রাম পুরসভার চেয়ারম‍্যান আইনজীবি নিমাই ঘোষ সহ বিভিন্ন কোর্টের বিশিষ্ট আইনজীবীরা । প্রদীপ প্রজ্জ্বলনের মধ‍্যে দিয়ে শুরু হয়  এই অনুষ্ঠান।সংগঠনের  শ্রীবৃদ্ধি চেয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিকাশ রঞ্জন  ভট্টাচার্য্য  ও সর্দার আমজাদ আলিদের বর্ষীয়ান আইনজীবীরা।আইনজীবীদের স্বার্থ  সুরক্ষা,বিভিন্ন সুযোগ সুবিধা ও সমাধান এসব নিয়ে বিভিন্ন কোর্টের আইনজীবীরা তাদের মত পেশ করেন সম্মেলনে ।।সংগঠনের সভাপতি সঞ্জয়  কুমার  দাস বলেন -‘”আদালতের আইনজীবীদের  স্বার্থে এই সংগঠন লড়ছে।আইনজীবীদের সার্বিক সুরক্ষা ও অন‍্যান‍্য সুযোগ নিয়ে আজকের সম্মেলনে   ফলপ্রসু আলোচনা হল”।

Leave a Reply