শুভ ঘোষ,
কোলকাতা এক নামি হোটেলে বৃহত্তম আগরবাতি সংস্থ্যা সাইকেল পিয়র আগরবাতি নতুন প্রস্ততিকারক পুস্করিণী পবিত্র আগরবাতি এছাড়া ওঁম শান্তি ধুনো বাজারে নিয়ে এসেছে। আজকে তার আনুষ্ঠানিক সূচনা করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গঙ্গোপাধ্যায় ও পিওর সাইকেল আগরবাতি ম্যানেজিং ডিরেক্টর অর্জুন রঙ্গার উপস্থিতিতে। সাইকেল পিওর আগরবাতি এন আর গ্ৰুপ ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অর্জুন রঙ্গা বলেন এই সুগন্ধি ধূপ ব্যান্ড যার লক্ষ্য মাধ্যমে পবিত্র মন্দিরে ফুলের আয়ুও তার গন্ধ উদ্দেশ্যকে বাড়িয়ে তোলার মুল উদ্দেশ্য।সাসটেইনেবিলিটি এবং ইনোভেশনের বিষয়ে এগিয়ে থাকে এই কোম্পানির ব্র্যান্ডের দুই মূলত পূজা পার্বণ মন্দিরে অনুষ্ঠানের কাজে লাগে।