Spread the love

বড়দিন ও নতুন বছরকে স্বাগত
দমদম ক্যান্টনমেন্টের তানসেন ইনস্টিটিউট গানে গানে বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানান। বাইশে ডিসেম্বর এক সন্ধ্যাকালীন অনুষ্ঠানে এই সংগঠন ২৫ বছর পূর্তি উপলক্ষে এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী, ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, ডক্টর রঞ্জিতা মুখার্জি, পুলিশ আধিকারিক দেবাশীষ বাগ মহাশয়। বিশেষ অতিথিদের উপস্থিতিতে তানসেন ইনস্টিটিউটের প্রবীণ ও নবীন শতাধিক ছাত্র-ছাত্রীরা বাংলা হিন্দি ও পাশ্চাত্য সংগীতের মাধ্যমে বড়দিন ও ইংরেজি নববর্ষ ২০২৫ সাল কে স্বাগত জানালেন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা প্রবাসী বাঙালি পেশায় আইনজীবী সুইস ব্যাংকের অ্যাসোসিয়েট ডিরেক্টর অভিষেক রড রিক জানান এই সময় বিদেশে থাকতে মন চায় না। ছুটে আসি নিজের জন্মভূমিতে। সবাই মিলে একসঙ্গে মেতে উঠি, সবাই খুশি থাকলে আমরাও আনন্দিত হই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *