কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণশালা

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

          গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো সংবাদ মাধ্যম। এই স্তম্ভটি সরকারের ভাল কাজের সঙ্গে সঙ্গে ত্রুটিবিচ্যুতিও দেশের মানুষের সামনে তুলে ধরে। ফলে সরকার অনেক সময় নিয়ন্ত্রণে থাকে। আবার সম্পাদকীয় কলমের মাধ্যমে মানুষের বিবেকও হয়ে ওঠে। এক কথায় সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের প্রকৃত চৌকিদার।
       আগে ছিল কেবলমাত্র প্রিণ্ট মিডিয়া। এখন ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পোর্টাল সহ বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম গড়ে উঠেছে। তারপর আছে ব্যক্তিগত ব্লগ, বিভিন্ন সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ইত্যাদি। একটা সময় কেবলমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিষয়কে খবর হিসাবে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এখন  ছোটখাটো বিষয়ও সংবাদের তালিকায় এসে যাচ্ছে। বড় বড় মিডিয়া হাউসের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে চলেছে ছোট ছোট মিডিয়া হাউসগুলো। কিন্তু যথাযথ প্রশিক্ষণ না থাকার জন্য মাঝে মাঝে সমস্যা পড়ে যাচ্ছে ছোট মিডিয়া হাউসের সাংবাদিকরা। এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এল 'কুমুদ সাহিত্য মেলা কমিটি (ট্রাস্ট)'। 
        সংশ্লিষ্ট ট্রাস্টের উদ্যোগে এবং একাধিক মিডিয়া হাউসের অভিজ্ঞ সাংবাদিকদের সক্রিয় সহযোগিতায় ডিসেম্বর মাসে বর্ধমানের বুকে হতে চলেছে একদিনের 'সাংবাদিক প্রশিক্ষণশালা'। জানা যাচ্ছে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস সাংবাদিকরা এই প্রশিক্ষণশালায় অংশগ্রহণ করতে পারবে। প্রশিক্ষক হিসাবে থাকবেন সাংবাদিকতার জগতে দীর্ঘদিন ধরে যুক্ত এবং সুপরিচিত একগুচ্ছ অভিজ্ঞ সাংবাদিক। তারাই বর্তমান প্রজন্মের সাংবাদিকদের সামনে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার উজার করে দেবেন। একজন সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য, প্রেস অ্যাক্ট সহ সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরবেন। আরও জানা যাচ্ছে খুব শীঘ্রই আগ্রহী সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় ফর্ম ও অন্যান্য নির্দেশাবলী প্রকাশিত হবে। ইতিমধ্যে এই প্রশিক্ষণশালাকে কেন্দ্র করে জেলা ও জেলার বাইরের একাংশ  সাংবাদিকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে।
           নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সাংবাদিক বললেন - সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় মাঝে মাঝে সমস্যা হয়। আশাকরি এই প্রশিক্ষণশালা থেকে প্রয়োজনীয় দিক নির্দেশ পাব।
       ট্রাস্টের সম্পাদক তথা একটা বাংলা দৈনিকের সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন বললেন - এখন সংবাদ জগতের সঙ্গে বহু সাংবাদিক যুক্ত। কিন্তু যথাযথ প্রশিক্ষণ না থাকার জন্য তাদের বেশ সমস্যা হয়। সেই সমস্যা দূর করার জন্য আমরা এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। আশাকরি প্রকৃত এবং উৎসাহি সাংবাদিকরা এই শিবির থেকে যথেষ্ট উপকৃত হবেন।

Leave a Reply