গোপাল দেবনাথ : কলকাতা, ১০ নভেম্বর ২০২১। সূর্যের আলো ছাড়া আমাদের জীবন অন্ধকারময়। উদ্ভিদ সহ জীবজন্তু কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভবপর নয়। লক্ষ কোটি মাইল দূরের সূর্যদেব কে বহু সাধারণ মানুষ দেবতা হিসেবে পুজো করেন। আজ সেই পবিত্র ছট পুজো। দেশজুড়ে বিহারী মানুষ সহ বহু অবাঙালি সম্প্রদায়ের মানুষও এই পুজো ভক্তি সহকারে করে থাকেন। পরিবেশ দূষণের কারণে গঙ্গার ঘাট, কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর সহ বিভিন্ন জলাশয়ে মহামান্য আদালতের নির্দেশে ছট পুজোর আয়োজন এই বছর ও সম্ভবপর হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাস্তার ধারে কৃত্রিম জলাশয় তৈরি করে দিলেও অভিনব আয়োজন করেছেন মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসব কমিটি। পার্কের মধ্যেই বিশাল জলাশয় সৃষ্টি করে ভক্তদের জন্য ঢালাও ব্যবস্থা করেছেন। পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ বলেন, আমরা বিহারী সম্প্রদায়ের মানুষ সহ যে সকল পুন্যার্থী সূর্য দেব কে ভক্তিভরে পুজো করতে চান তাদের কথা ভেবে বিশাল সাইজের কৃত্রিম পুল তৈরি করে দেওয়া হয়েছে। আজ বিকেল থেকে শুরু হওয়া এই উৎসব আগামীকাল সকালে সূর্য উদয়ের মুহূর্ত থেকে বেলা ৮টা অবধি চলবে এবং ভক্তদের সব ধরণের সহযোগিতা করা হবে। আজকের এই সূর্য পুজোর দিনে প্রায় ১০০০ জন ভক্ত এই উৎসবে সামিল হন। এই অভিনব ব্যবস্থায় সকল ভক্তগণ খুশি বলে জানালেন সজল বাবু। সংস্থার সভাপতি প্রদীপ ঘোষ বলেন প্রত্যেক ভক্তদের জন্য ফুচকা, চা, কফি সহ স্ন্যাক্স এর ব্যবস্থা করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। পুরো আয়োজন করোনা অতিমারী বিধি মেনে করা হয়েছে।