শ্রেষ্ঠ মানবিকতা,

প্রদীপ বাগ

ছন্দের যাদুকর, বিদ্যাসাগর অমিত্রাক্ষর ছন্দে সাহিত্য সম্রাট, কথাশিল্পী, বিশ্বকবি তোমাদের জন্য গর্বিত ধন্য,
সামাজিক প্রতিকূলতা ঝড়ের বিরুদ্ধে নিরলস কর্মকাণ্ড তোমাদের পদধূলিতে আমার বাংলা আজও বরেণ্য।
মাটি বা মোরাম বিটুমিন পিচ দিয়ে ইতিহাসের বুকে চালাও রোলার সাহিত্য সংস্কৃতি চাপা দেওয়ার নিরলস প্রচেষ্টা,
তবু এককোণে জ্বলে টিমটিম সাহিত্যের বাতি-সামাজিক পঙ্কিলতা অবক্ষয় ঝড়ে আধুনিক সভ্যতার উচ্ছৃঙ্খলতা।
নগন্য হাতে গোনা মুষ্টিমেয় জ্ঞানী, ধনী, বাহুবলী পৃথিবীতে খ্যাতির উচ্চশিখরে চিরকাল অবস্থান করে,
পৃথিবীর ব্যাপক খেটে খাওয়া দরিদ্র মানুষ শক্ত হাতে সততায় মানবিক চেতনার পতাকা বিশ্বে তুলে ধরে।
অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তি দিয়ে সভ্যতার যূপকাষ্টে মনুষ্যত্ব বোধকে বলি দেওয়ার নিরলস প্রচেষ্টা,
তবুও তোমাদেরই সৃষ্ট বিশ্বসংস্থা অগ্রাধিকার দিতে বাধ্য পৃথিবীতে সবার শ্রেষ্ঠ মান-হুশের মানবিকতা।
প্রভুযীশু,গ্যালিলিও,সক্রেটিস, বেনজামিন মলেইয়জ, সফদর হাসমিকে ছলে বলে কৌশলে হত্যা করেছ, আজও চলে মানবতার টুঁটি চেপে নোংরা পাশা খেলা
জেনে রেখো আকাশে বাজপাখি উড়ছে জলে স্থলে শূন্যে অচিরেই শুরু হবে রোগ নিরাময়ে অপারেশনের পালা…………

Leave a Reply