শ্রীশ্রী ১০৮ স্বামী জানকীদাস কাঠিয়া বাবাজীর শত-তম পুণ্য আবির্ভাব তিথি পালন
২৫ অক্টোবর, সেখ সামসুদ্দিনঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অধীনস্থ নুদিপুর গ্রামে শ্রীশ্রী ১০৮ স্বামী জানকীদাস কাঠিয়া বাবাজীর শত-তম পুণ্য আবির্ভাব তিথি পালন মহোৎসবের সূচনা হয় আজ প্রভাত ফেরীর মধ্য দিয়ে। জানকীদাস কাঠিয়া বাবাজীর সাধনপীঠ বড়র আশ্রম থেকে প্রভাতফেরী শুরু হয়ে নুদিপুর রবীন্দ্র প্রাঙ্গণ উৎসব স্থলে এসে শেষ হয়। এরপর জানকীদাস কাঠিয়া বাবাজীর স্মরণে বিশেষ পূজা পাঠ শুরু হয়। গুরুতত্ত্ব প্রবচন ব্যাখ্যা এবং ভক্তিগীতি পরিবেশন, ভাগবৎ পাঠ প্রভৃতি কর্মসূচী অনুষ্ঠিত হয়। দুপুরে হাজার হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। জানকীদাস কাঠিয়াবাবা সেবক সংঘ পরিচালিত এই মহোৎসব তিনদিন ধরে চলবে। সংঘের অন্যতম সদস্য অভয়পদ প্রামাণিক জানান, বিশ্বশান্তি, ধর্মপ্রচার, সকলের মঙ্গল কামনা এবং সর্বজীবে ভগবান দর্শন সাধনাই এই মহান উৎসবের প্রকৃত উদ্দেশ্য। জানা যায়, শ্রীশ্রী ১০৮ স্বামী জানকীদাস কাঠিয়াবাবাজী হলেন ব্রজবিদেহী শ্রীমহন্ত ও বৈষ্ণব চতুঃ সম্প্রদায় শ্রীমহন্ত ও শ্রী নিম্বার্ক পরম্পরার ৫৭ তম ধারাবাহক মহাপুরুষ।