শীতের ছোঁয়া

অন্তরা সরকার

মাইল যোজন দূরে শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছের মাথা আল্পসের চূড়া,
তমসা চিরে আবছায়া আবেশে অলস মগ্ন পৃথিবী, এক কাপ চায়ের উষ্ণ ধোঁয়া।
বেলা বাড়তে পারদের উত্তাপে ডালিয়া , চন্দ্রমল্লিকা, সূর্যমুখীর দরবারে পরিযায়ী পাখির আনাগোনা।
লাজুক ছায়ায় বনবীথির আড়ালে পাতা ফুলের গন্ধ, অলির গুঞ্জন, খেজুর রস, প্যাঁচার গান।
শিশির স্নাত সদ্য ফোঁটা কুঁড়ি আলোর দিকে নরম হাত বাড়ায়।
মাঠ ভরা সোনালী ধানে কৃষকের মুখে প্রশস্তির হাসি, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি।
মর্মর শব্দে খসে পড়ে পুরানো পাতা, যার ভগ্নস্তুপে চাপা পড়ে শত ইমারত।
আমি শুধু চেয়ে চেয়ে দেখি, কুয়াশা জড়ানো এক তরল নদী, ঠান্ডা বুকে ভেসে বেড়ায়।

Leave a Reply