শিশুরা এখন কী পড়ছে? শিশুদের মধ্যে পাঠাভ্যাস নিয়ে আলোচনা: ১২-বছর বয়সী লেখিকা অনুষ্কা সিং-এর প্রথম উপন্যাস “দ্য উইংড রিংস”এর প্রকাশ

কলকাতা, ১১ ডিসেম্বর ২০২৪: ১২ বছর বয়সী অনুষ্কা সিং-এর লেখা ইংরেজি উপন্যাস দ্য উইংড রিংস আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। অনুষ্কার এই সাফল্যকে সম্মান জানাতে এবং শিশুদের মধ্যে পড়ার অভ্যেস প্রসঙ্গে, পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্স ১১ই ডিসেম্বর ২০২৪ তারিখে কলকাতার অক্সফোর্ড বুকস্টোর, পার্ক স্ট্রিটে এক বর্ণাঢ্য বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাংলা লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, ইন্দ্রনীল সান্যাল, এবং তরুণ কবি, সাংবাদিক ও সংগীতশিল্পী সুভদ্রকল্যাণ রানা।
যে আধুনিক সময়ে স্মার্টফোন, গেমস এবং প্রযুক্তিগত নানা প্রলোভন শিশুদের মনোযোগ দখল করে নিচ্ছে, সেখানে বই পড়ার অভ্যাস ক্রমশ কমে যাচ্ছে। তবে, ১২-বছর বয়সী অনুষ্কা সিং প্রমাণ করল যে বই এখনও শিশুদের অনুপ্রাণিত ও মুগ্ধ করতে সক্ষম। দিল্লি পাবলিক স্কুল, ধানবাদের অষ্টম শ্রেণির ছাত্রী অনুষ্কা শুধু যে পড়ার অভ্যাস গড়ে তুলেছে তাই নয়, নিজের কল্পনাশক্তি দিয়ে একটি আকর্ষণীয় গল্প লিখেও ফেলেছে। তার প্রথম উপন্যাস ‘দ্য উইংড রিংস’, ‘দ্য উইংড’ সিরিজ-এর প্রথম গল্পে সে লিঙ্গবৈষম্যতার বিরুদ্ধে এবং যৌনতার পক্ষে কোথা বলেছে।এর থেকে বোঝা যায় ছোটরাও সমাজের গোঁড়ামির বিষয় নিয়ে ওয়াকিবহাল। এই বই একটি উজ্জ্বল উদাহরণ এবং একইসাথে শিশুদের ক্ষেত্রে বই এর গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার সপক্ষেই কথা বলে।
অনুষ্ঠানের আলোচনায় প্যানেলিস্টরা ডিজিটাল প্রলোভন বনাম বই এবং তরুণ লেখকদের সাহিত্যে ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা আলোচনা করেন কীভাবে বই সৃজনশীলতা ও সহানুভূতির একটি হাতিয়ার হতে পারে এবং তরুণ লেখকরা কীভাবে পড়ার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে সহায়ক হতে পারেন।
অনুষ্কার উপন্যাস দ্য উইংড রিংস
অনুষ্কার প্রথম উপন্যাসটি কল্পনা ও গল্প বলার এক অনন্য নিদর্শন। বইটি লিঙ্গ সমতা এবং মানুষের যৌন অভিমুখের স্বাভাবিকতা নিয়ে একটি বার্তা বহন করে, যা সমাজের প্রচলিত কুসংস্কারকে চ্যালেঞ্জ করে। তার সাহসী লেখনশৈলী এবং গভীর বার্তা ইতিমধ্যেই তরুণ প্রাপ্তবয়স্ক সাহিত্যে আলোড়ন তুলেছে।
লেখিকা সম্পর্কে:
অনুষ্কা সিং তার ছদ্মনাম EZLYN নামে লিখে থাকেন। সাহিত্যের প্রতি তার ভালোবাসা এবং সৃজনশীল যাত্রা নতুন প্রজন্মের পাঠক ও লেখকদের জন্য একটি বড় অনুপ্রেরণা। মাত্র ১২ বছর বয়সে, তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে শব্দের শক্তি মনের পরিবর্তন আনতে পারে এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করতে পারে।

বিশিষ্ট অতিথিদের পরিচিতি:
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়: বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক। তাঁর বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে ‘সিনোরিটা’, ‘দিনের শেষে’, ‘মায়া ভিলা’ ।
ইন্দ্রনীল সান্যাল: বাংলা সাহিত্যের আরেকজন বিশিষ্ট লেখক। তাঁর প্রসিদ্ধ উপন্যাসগুলির মধ্যে রয়েছে ‘স্নেহজল’, ‘কর্কটক্রান্তি’, ‘ক্রান্তিকাল’ ।
সুভদ্রকল্যাণ রানা: দ্য স্টেটসম্যান, ভয়েস এবং TTIS-এ সাংবাদিক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এবং কবি।
স্থান:
অক্সফোর্ড বুকস্টোর, পার্ক স্ট্রিট, কলকাতা
তারিখ ও সময়:
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, সন্ধ্যা ৬টা – রাত ৭:৩০টা

Leave a Reply