শিক্ষক দিবসে রাজ্যের উপহার ‘বাঙালির ইতিহাস’
মোল্লা জসিমউদ্দিন ,
রবিবার সারা রাজ্য জুড়ে চলে শিক্ষক দিবস পালন।রাজ্য সরকারের তরফে প্রতিটি জেলায় মহাসমারোহে চলে শিক্ষকদের সংবর্ধনা প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান। শতাধিক শিক্ষকদের ‘শিক্ষারত্ন’ সম্মান দেওয়া হয়।সংবর্ধনা পর্বে স্মারক মানপত্রের পাশাপাশি বইপত্র উপহার সামগ্রী হিসাবে তুলে দেওয়া হয়।এই বইপত্রের মাঝে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতার বই।তবে কালজয়ী লেখক নিহাররঞ্জন রায়ের লেখা ‘বাঙালির ইতিহাস’ বইটি নুতন মাত্রা এনেছে।এই বইটিতে আফগান সময়কাল থেকে বিভিন্ন সময়কালে বাঙালি জাতীর শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া, সাহিত্য সহ নানান গৌরবময় তথ্য উল্লেখ রয়েছে। রবিবার বিধাননগরের বিকাশভবনে শিক্ষক দিবস পালন হয়।এই সভায় ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়। পাশাপাশি ভার্চুয়ালভাবে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টপাধ্যায়। একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে বাঙালিয়ানা নিয়ে জোর একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা ছিল।বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের সাফল্যের প্রচারে শিক্ষজদের অগ্রণী ভূমিকা দেখা গিয়েছিল। আগামী লোকসভার নির্বাচনে সেই বাঙালিয়ানার লড়াই দেখা যেতে পারে।তাই শিক্ষকদের ‘বাঙালির ইতিহাস’ বই উপহার হিসাবে তুলে দিয়ে শিক্ষকদের আগামীদিনের জন্য তথ্যসূত্র দিক দিয়ে আরও বেশি পরিণত করবার উদ্যোগ নিলো রাজ্য সরকার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।