শপথের আগুন


…. আইনজীবি আশফাক আহমেদ
নিশি রাত্রির গাঢ় অন্ধকারে,
স্বপ্নেরা হয়ে যায় নির্ভীক,
যুবকরা শপথ নেয় একাকার,
শৃঙ্খল ভাঙবে নিঃসংশয় চিত্তে।

ওরে ও তরুণ যোদ্ধা,
ধ্বংসের গান গাও, গর্জন তোলো,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও,
প্রাচীর ভেঙে দাও, অবিচারের দেয়াল।

জ্বালো শপথের আগুন,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও,
তোমার তেজে পুড়ে ছাই হবে,
সকল বাধা, সকল শিকল।

নতুন ভোরের আলো ফুটবে,
তোমার সংগ্রামের গান শুনে,
অন্যায় সরে যাবে পথ থেকে,
তোমার বীরত্বের সামনে।

ওরে বীর যুবা, ভয় পাস না,
তোর শক্তি, তোর সাহস,
তোর স্বপ্নের জ্যোতি ছড়িয়ে পড়ুক,
সত্যের পথে, ন্যায়ের পথে।

কলমে: আশফাক আহমেদ, আইনজীবী সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ও কলকাতা হাইকোর্ট, সাধারণ সম্পাদক (সংগঠন) পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগ, ভূমি যোদ্ধা।

Leave a Reply