Spread the love

লক্ষ্মী পুজো

** দিলীপ রঞ্জন ভাদুড়ী।

মা লক্ষ্মী মায়ের সাথে
আটকে ছিলেন এখানে,
দুবার কৈলাসে যাওয়া আসা
হেপা ছিল ভ্রমণে।
পেঁচা বাহনের কপাল খারাপ
পায়নি খেতে ইঁদুর যে,
মা কিছু খেতে পেলেও
উপবাসে ছিলেন সে।
কার্নিভাল শেষ হলেই
মা ফিরবেন মুম্বাইয়ে,
নামিবিয়া র ইঁদুর এসেছে
শুনছি পেঁচার ভোজনে।
মা লক্ষ্মী বড়ই খুশি
পেয়ে আম্বানির আমন্ত্রণ,
পেঁচা ভাঙবে উপোস সেথা
কাল বাংলায় আগমন।
পুজো নেবেন সব বাড়িতে
নাড়ু ,মোয়া প্রসাদ তাঁর
কিন্তু ,তিনি কুবেরের চিন্তায়
দেখছে বাংলায় মহা ফ্যাসাদ!
বাংলায় চলছে বর্গী হানা
কুবেরের আর নেই ধনবল,
লক্ষ্মী ভান্ডারে হচ্ছে পূজা
এসব নিয়ে বড় কোলাহল।
মা কে কি তবে ছেড়ে যাবে
ধনকুবেরের রাজ্যে তাই,
বাংলায় চলবে শুনছি এখন
তর্ক যুদ্ধ লড়াই টাই!
মা তুই রাগ করিস নে
বাংলা ছেড়ে যাস নে মা,
রাজনীতির কুটিল চালে
ভুলেও তুই দিস নে পা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *