Spread the love

সাধন মন্ডল,

রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় মধুপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আদিবাসী সম্প্রদায়ের জন্য বিশেষ দুয়ারে সরকার শিবির। এলাকার বেশ কিছু উপভোক্তা হাজির হয়েছিলেন এবং তারা তাদের প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন এ ব্যাপারে রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার বলেন পশ্চিমবঙ্গ সরকারের এটি একটি স্পেশাল ক্যাম্প শুধুমাত্র আজকের ক্যাম্পটি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্যই ছিল ।বেশ কয়েকবার দুয়ারে সরকার শিবির হওয়ায় আমাদের রায়পুর ব্লক এলাকার বেশির ভাগ মানুষের বিভিন্ন প্রকল্পের কাগজপত্র তৈরি হয়ে গেছে আবার সরকারের মানবিক প্রকল্প গুলির সুবিধা পাচ্ছেন ।যে কিছু মানুষ এখনো এই সরকারের মানবিক প্রকল্পের আওতায় আসতে পারেননি তাদের জন্যই এই বিশেষ শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত প্রধান মানিক চন্দ্র সরেন ফুলকুসমা অঞ্চলতৃণমূল কংগ্রেস সভাপতি চন্ডী লাহা ফুলকুসমা অঞ্চল যুব সভাপতি অশ্বিনী বেরা এসটি সেলের সভাপতি সনাতন বাস্কে ,বুল্টন সাহু,রাজেন হেমরম ভাস্কর লোহার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *