সাধন মন্ডল,

রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন ও পুরাতন দলীয় কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ শুক্রবার রাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সম্পাদক সুদীপ রাহা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। অরূপ খাঁ ,বাঁকুড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি শুভাশিস বটব্যাল ,বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডু। রাইপুর বিধানসভার বিধায়ক তথা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো তৃণমূল নেতৃত্ব অঞ্জনা মাহাতো, রায়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা মাহাতো জেলা নেত্রী মৌ সেনগুপ্ত লড়াকু নেতা মানিক মিত্র গৌতম বিশ্বাস সহ জেলা ও ব্লক নেতৃত্ব ।এখানে উল্লেখ্য এদিনের এই অনুষ্ঠানে রায়পুর ব্লক এলাকার বেশ কিছু পুরাতন দলীয় কর্মীদের সংবর্ধনা জানানো হয় আগামী পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে বিজেপিকে উৎখাত করতে দলীয় কর্মীদের আহ্বান জানান। উপস্থিত অতিথি ও বক্তারা এ দিনের এই অনুষ্ঠানে ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা হাজির হয়েছিলেন সভাস্থল উপচে পড়েছিল ভিড়ে। সম্মেলনে আগত সকলের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়।

Leave a Reply