Spread the love

শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:–বিগত দিনের পরীক্ষার সময়সূচি বদল করে নতুন সময়ে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো শুক্রবার। সারা রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্র গুলিতে ছাত্রছাত্রীরা যথাসময়ে হাজির হয় সকাল সাড়ে আটটাতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য। পরীক্ষার্থীরা যাতে কোন রকম অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রেখেছিল জেলা প্রশাসন। ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে ও তাদের সাফল্য কামনা করে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের হাতে কলম ,পাটা ও জলের বোতল তুলে দেন। জঙ্গলমহলের রাইপুর ব্লকে পাঁচটি পরীক্ষা কেন্দ্রে ২১১৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। রাইপুর ব্লকের প্রত্যন্ত এলাকা ঝাড়গ্রাম জেলা লাগোয়া মৌলাশোল রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে হাজির হয়েছিলেন জাতীয় শিক্ষক তথা রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগবন্ধু মাহাত, সাথে ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল তারা এই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দেন। পরে ব্লকের অন্যান্য পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করেন জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত সহ পরিদর্শন কারী দলের থাকা গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা মাধ্যমিক পরীক্ষার জেলা কমিটির সদস্য মধুসূদন মন্ডল, রাইপুর ব্লক এর ইনচার্জ খগেন্দ্রনাথ মাহাত, জেলা পরিষদ সদস্য কালীপদ হাঁসদা প্রমূখ। পরিদর্শন কারী দলের সদস্যরা মৌলাশোল রাসবিহারী উচ্চ বিদ্যালয়, সাতপাট্টা উচ্চ বিদ্যালয়, মটগোদা উচ্চ বিদ্যালয়, রাইপুর কৃষ্ণমোহিনী সরখেলস্মৃতি বিদ্যাপীঠ ও গড় রাইপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে হাজির হয়ে পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *