সাধন মন্ডল,

দিদির সুরক্ষা কবজ ” কর্মসূচি র আনুষ্ঠানিক সূচনা করলেন রাইপুর বিধানসভার বিধায়ক তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু আজ রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজ বৃহস্পতিবার ।। এ প্রসঙ্গে তিনি বলেন আগামী দিনে প্রতিটি সংসদে পাঁচজন করে পাঁচটি টিম সংসদ এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী, শিক্ষাশ্রী থেকে শুরু করে 15 টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কিনা তা সরেজমিনে খতিয়ে দেখবেন ।দলমত নির্বিশেষে প্রতিটি বাড়িতে যাবেন দিদির দূতেরা ।যেমন দুয়ারে সরকার কর্মসূচি রূপায়িত হয়েছে তেমনি এবার দুয়ারে দিদির দূত কর্মসূচি রূপায়িত হতে চলেছে তারই অনুষ্ঠানিক উদ্বোধন করা হলো আজ। রাইপুর বিধানসভা এলাকায় ২৬৩ টি সংসদ রয়েছে প্রতিটি সংসদে পাঁচটি করে টিম কাজ করলে ১৩১৫ টি টিম এবং ৬৫৭৫ জন দূত কাজ করবে এই দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে। এই প্রশ্নের উত্তরই তিনি বলেন এই কর্মসূচি সর্বসাধারণের জন্য। কোন মানুষ যেন মা মাটি মানুষের সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না থাকেন সেটাই আমাদের মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী। তাই সমস্ত মানুষ যাতে সরকারি পরিষেবা পায় তা দেখাই মূল লক্ষ্য। আজকের এই দিদির সুরক্ষা কবজ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগবন্ধু মাহাতো, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র ,বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ সহ অঞ্চল সভাপতিগণ ও তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply