দক্ষিণ বাঁকুড়ার বিশিষ্ট সমাজ সেবী তথা বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর চিল তোড় ও রাইপুরের মাঝে কংসাবতী নদীতে সেতু বন্ধনের অন্যতম কারিগর তথা রাইপুরের রূপকার প্রয়াত রমেশ বিশ্বাস এর 97 তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল এই উপলক্ষে আজ রাইপুর থানা গড়ায় তার মূর্তিতে এলাকার মানুষজন ও তার পরিবারের সদস্য সদস্যরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান ও তার জীবনী নিয়ে আলোচনা হয়। পরে রমেশ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রাইপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।

Leave a Reply