খায়রুল আনাম,

বীরভূম : মহম্মদবাজারের ময়ূরাক্ষী নদীতে তিলপাড়া ব্যারেজের কাছে পাইথনের সাথে জড়ানো দীপনারায়ণ দাস (৩৯) নামে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা গেলে চাঞ্চল্য দেখা দেয়। তার বাড়ী সিউড়ির রবীন্দ্রপল্লীতে। পাইথনটিও মৃত অবস্থায় পাওয়া যাওয়ায় মনে করা হচ্ছে যে, ওই ব্যক্তি কোনও কারনে জলে নামলে পাইথনটি তাকে ধরে। এবং পাইথনটি তাকে চেপে ধরলে তিনি বাঁচার লড়াই চালান। আর তার ফলেই তিনি যেমন মারা যান তেমনি পাইথনটিকেও তিনি মেরে ফেলেন। খবর পেয়ে মহম্মদবাজার থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃত পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের লোকজন।

Leave a Reply